বছর ঘুরে আবার ত্রলো বহু প্রতীক্ষিত পহেলা বৈশাখ “১৪২৩” । নতুন বছরের এই দিনটি কিভাবে উদযাপন করা যায় তা নিয়ে পরিকল্পনার শেষ নেই। প্রতি বছর ইংরেজী ১৪ই এপ্রিল পালিত হয় বৈশাখের ১ম দিনটি। আনন্দের বিষয় হল যে শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবী জুরে বাঙালীরা উদযাপন করে বাংলা নববর্ষ । সুদূর ইউরোপে বসে দেশের অনেক আনন্দ মিস করবো কিন্তু তাই বলে বৈশাখ উদযাপন চেষ্টার কমতি থাকবেনা ।
আমার বৈশাখী ব্লগটি কয়েকটি পর্বে আবির্ভূত হবে। আমি আশা করি আপনারা উপভোগ করবেন। এই পর্বে আমি আমার প্রিয় কয়েকজন বিউটি ব্লগারের বৈশাখী সাজ তুলে ধরব।
প্রথমে বলব সৌন্দর্য বিষয়ক ব্লগার ওয়াসিফার (Wasifa) বৈশাখী ভাবনা নিয়ে। আমেরিকার নর্থ ডাকোটা থেকে ডাঃ সিফার বৈশাখী সাজের ভাবনা গুলো খুব গুরুত্বপূর্ণ যা মজা করে বর্ণিত হয়েছে এখানে। ডাঃ সিফা আমার প্রিয় ব্লগারদের একজন। ব্লগিং শুরু করার জন্য সে-ই আমার অনুপ্রেরণা।
নীচের লিঙ্কটিতে তার (Sifa’s) মজার টিউটোরিয়াল দেখুন:
Sweat-Melt-Assault Proof Your Makeup | Pohela Boishakh | Bengali New Year 2016
সুমায়া (Sumaya) আমার আরেকজন প্রিয় ব্লগার। সে একটি খুব সুন্দর বৈশাখী টিউটোরিয়াল করে দেখিয়েছে।
নীচের লিঙ্কটিতে তার (Sumaya’s) টিউটোরিয়াল দেখুন:
এবার যার কথা বলব তাকে নিয়ে না বললেই নয় । সে পরিচিত বিউটিশিয়ান ডঃ শিরি ফারহানা হিসাবে কিন্তু আমার কাছে সে নিলয় আপু এবং আমার প্রিয় ব্লগারদের মধ্যে অন্যতম।একই মেডিকেল কলেজে পড়ার সুবাদে আমরা পূর্ব পরিচিত এবং মেকআপ সম্পর্কে যখনই আমার পরামর্শ প্রয়োজন হয়েছে তা আমি পেয়েছি তার কাছ থেকে।
নিলয় অাপুর বৈশাখী টিউটোরিয়ালটি অত্যন্ত চমৎকার যেখানে মেকআপ শেখার পাশাপাশি চমৎকার গানের সুরে মনটা ভাল হবে আর প্রাণে জাগবে উৎসবের জোয়ার।
নীচের লিঙ্কটিতে তার (Niloy) টিউটোরিয়াল দেখুন:
আমি আশা করি সবার পছন্দ হয়েছে। বাকি পর্ব গুলোর জন্য সাথে থাকুন।
শুভ নববর্ষ!!!
সাদিয়া