পহেলা বৈশাখ (প্রথম পর্ব-বাঙালি সৌন্দর্য)

বছর ঘুরে আবার ত্রলো বহু প্রতীক্ষিত পহেলা বৈশাখ “১৪২৩” । নতুন বছরের এই দিনটি কিভাবে উদযাপন করা যায় তা নিয়ে পরিকল্পনার শেষ নেই। প্রতি বছর ইংরেজী ১৪ই এপ্রিল পালিত হয় বৈশাখের ১ম  দিনটি। আনন্দের বিষয় হল যে শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবী জুরে বাঙালীরা উদযাপন করে বাংলা নববর্ষ । সুদূর ইউরোপে বসে দেশের অনেক আনন্দ মিস করবো কিন্তু তাই বলে বৈশাখ উদযাপন চেষ্টার কমতি থাকবেনা ।

আমার বৈশাখী ব্লগটি কয়েকটি পর্বে আবির্ভূত হবে। আমি আশা করি আপনারা উপভোগ করবেন। এই পর্বে আমি আমার প্রিয় কয়েকজন বিউটি ব্লগারের বৈশাখী সাজ তুলে ধরব।

প্রথমে বলব সৌন্দর্য বিষয়ক ব্লগার ওয়াসিফার (Wasifa) বৈশাখী ভাবনা নিয়ে। আমেরিকার নর্থ ডাকোটা থেকে ডাঃ সিফার বৈশাখী সাজের ভাবনা গুলো খুব গুরুত্বপূর্ণ যা মজা করে বর্ণিত হয়েছে এখানে। ডাঃ সিফা আমার প্রিয় ব্লগারদের একজন। ব্লগিং শুরু করার জন্য সে-ই আমার অনুপ্রেরণা।

 

নীচের লিঙ্কটিতে তার (Sifa’s) মজার টিউটোরিয়াল দেখুন:

Sweat-Melt-Assault Proof Your Makeup | Pohela Boishakh | Bengali New Year 2016

 

সুমায়া (Sumaya) আমার আরেকজন প্রিয় ব্লগার। সে একটি খুব সুন্দর বৈশাখী টিউটোরিয়াল করে দেখিয়েছে।

 

নীচের লিঙ্কটিতে তার (Sumaya’s)  টিউটোরিয়াল দেখুন:

পহেলা বৈশাখ ১৪২৩ সাঁজ

 

এবার যার কথা বলব তাকে নিয়ে না বললেই নয় সে পরিচিত বিউটিশিয়ান ডঃ শিরি ফারহানা হিসাবে কিন্তু আমার কাছে সে নিলয় আপু এবং আমার প্রিয় ব্লগারদের মধ্যে অন্যতম।একই মেডিকেল কলেজে পড়ার সুবাদে আমরা পূর্ব পরিচিত এবং মেকআপ সম্পর্কে যখনই আমার পরামর্শ প্রয়োজন হয়েছে তা আমি পেয়েছি তার কাছ থেকে। 

 

নিলয় অাপুর বৈশাখী টিউটোরিয়ালটি অত্যন্ত চমৎকার যেখানে মেকআপ শেখার পাশাপাশি চমৎকার গানের সুরে মনটা ভাল হবে আর প্রাণে জাগবে উৎসবের জোয়ার।

নীচের লিঙ্কটিতে তার (Niloy)  টিউটোরিয়াল দেখুন:

অনেক সাধনা ও শ্রম এর পর আমি বাংলা বর্ষ ১৪২৩ এর জন্য আমার প্রথম ভিডিও নিয়ে এসেছি।। খুব সাধারণ ও ১০০% বাঙ্গালিয়ানা ধরনের লুক। আশা করি পছন্দ হবে।

 

আমি আশা করি সবার পছন্দ হয়েছে। বাকি পর্ব গুলোর জন্য সাথে থাকুন।

শুভ নববর্ষ!!!

সাদিয়া

 

Posted by

Hi there! Welcome to my blog 'SparklingBeautyBee' . Thank you so much for showing interest for my blog :) I am Sadia from Toronto, Canada. I started my blog while living in Stockholm, Sweden few years back. My blog is all about product reviews that I liked and sometime I let you know if I do not like anything about ! I also love to give tips on health and fashion that I know or have experienced. I am a travel person and art is my hobby. Being a doctor sometimes I need to stay away from these for a while but at the end of the day you will always find me here where I found my peace. So you will be reading posts on makeup, health, fashion, art and travel experiences. Hope you enjoy reading and for any business inquires always contact me sadiaaminmou@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s