আমরা দেখতে দেখতে রমজানের শেষ দশমাংশ তে এসে পৌঁছে গেছি| ঈদ ঈদ ভাব এসে গেছে আমাদের মাঝে আর চলছে ঈদ এর কেনাকাটা|ঈদ এর দিন কেমন করে সাজতে হবে আর কোন কাপড়ের সাথে কেমন সাজ মানানসই হবে এটা নিয়ে অনেকেরই অনেক চিন্তা, কল্পনা চলছে|এখন ইউটিউবে এ খুব সুন্দর করে এবং সহজে এসব সমাধান পাওয়া সম্ভব | বিভিন্ন মেকআপ আর্টিস্ট রা বিভিন্ন ধরণের সাজ করে দেখাচ্ছে আর আমরা কিন্তু সহজেই তা দেখে নিজের মতো করে নতুন লুক দিতে পারি| ড্রাগস্টোর অথবা হাই এন্ড ব্র্যান্ড যেটাই হোক চমৎকার কিছু মেকআপ লুক করা সম্ভব যদি একটু মনোযোগী হওয়া যায় |
আমি আজকে সবার সাথে আমার প্রিয় কয়েকজন মেকআপ আর্টিস্ট এর ঈদ মেকআপ শেয়ার করতে চাই|আশা করি ভাল লাগবে|
- Chinutey
2.Habiba da silva
3. Aysha Abdul
4. Shahd Batal
আশা করি এই টিউটোরিয়াল গুলো কাজে দেবে | নিজের পরিবেশ, ত্বক এবং পোশাক অনুযায়ী খুব সহজেই ইনোভেটিভ কিছু লুক তৈরী করতে পারো আর এসব টিউটোরিয়াল থেকে কিছু টিপস কাজে লাগাতে পারো |
আজকে এতো টুকু থাক | অন্য কিছু টিপস নিয়ে সামনে আবার কথা হবে সবার সাথে|
সবাই ভালো থেকো!
Sadia